এবার প্রেম নিয়ে বিতর্ক বলিউডের খান পরিবার!
সালমান খানের পরিবার নিয়ে শুরু হয়েছে একের পর বিতর্ক। এরমধ্যে খবর বেরিয়েছে সালমানের এক ভাইয়ের স্ত্রী প্রেম করছেন তরুণ এক অভিনেতার সাথে। এরপর আবার খবর রটেছে সালমানের আরেক ভাই প্রেম করছেন এক অভিনেত্রীর সাথে।
এসব গোলমেলে খবর নিয়ে এখন অনেকটাই খানখান বলিউডের খান পরিবার। সেই সাথে চারিদিকে রটছে, খান পরিবারকে নিয়ে এতটা বিতর্ক! তাহলে বিতর্কটাই খান পরিবারের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত!
জানা গেছে, কিছুদিন আগে খবর রটেছিল সালমান খানের ভাই আরবাজ খানের স্ত্রী অভিনেত্রী মালাইকা অরোরা তরুণ অভিনেতা অর্জুন কাপুরের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে বিচ্ছেদ চাচ্ছেন।
এরপরই খবর রটে গেছে সালমানের আরেক ভাই সোহেল খানকে নিয়ে। এবারের খবরে বলা হচ্ছে, সোহেল খান নাকি হুমা নামের এক অভিনেত্রীর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছেন। যার কারণে সোহেল খানের স্ত্রী সীমা খান বিচ্ছেদ চাচ্ছেন!
অবশ্য মালাইকার ম্যানেজার বলছেন এসব ডিভোর্সের খবর ভুয়া। তবু যা রটে, তার কিছু তো বটে?
এদিকে সোহেল খান ও সীমা খানের দাম্পত্যেও ফাটল। এবার অবশ্য নেপথ্যে তরুণী অভিনেত্রী হুমা কুরেশি। শোনা যাচ্ছে সোহেলের সঙ্গে এই অভিনেত্রীর ঘনিষ্ঠতায় বেজায় চটেছেন সীমা। আর তাতেই তাদের সম্পর্ক লাটে উঠতে বসেছে।
সব মিলিয়ে সলমন খানের পরিবারে প্রেম নিয়ে যে ঘোর গোলমাল চলছে তা বলাই বাহুল্য।
মন্তব্য চালু নেই