এবার প্রিন্সের প্রেমে মজেছেন বিরাট
বিরাটের কুকুর প্রীতি কারও অজানা নয়। যখন বাড়িতে থাকেন, সময় কাটান নিজের পোষ্য কুকুর ব্রুনোর সঙ্গে। ভারত অধিনায়কের পছন্দের তালিকায় উপরের দিকেই থাকবে এই তার এই কুকুর প্রীতি।
তিন বছরের ব্রুনো প্রভুভক্ত। বিরাট যখন খেলার জন্য বাইরে থাকেন, ব্রুনোর মন ভাল থাকে না। আর বিরাট বাড়িতে থাকলে খুশিতে আত্মহারা হয়ে ওঠে ব্রুনো। ক্রিকেট ভালবাসে ব্রুনো। সোশ্যাল মিডিয়ায় বিরাট বেশ কয়েকবার ব্রুনোর ছবি পোস্ট করেছেন। ব্রুনোর আগে কোহলির পোষ্য প্রানীটির নাম ছিল রিকো।
ভারতীয় দলের সঙ্গে বিরাট এখন রয়েছেন পুণেতে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচ রবিবার। মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের এই মাঠে নেমেই প্রিন্সের প্রেমে পড়ে গিয়েছেন বিরাট। পুণের স্টেডিয়ামের নিরাপত্তার দায়িত্বে থাকা স্নিফার ডগটিই হচ্ছে প্রিন্স। নিরাপত্তারক্ষীরা তো রয়েছেনই। বিশেষ দায়িত্ব প্রিন্সের। কোথাও বিস্ফোরক লুকিয়ে রাখা আছে কিনা তা খুঁজে বের করা। আর এ বিষয়ে প্রিন্সের জুড়ি মেলা ভার।
তাই প্রিন্সকে দেখে অনুশীলন করবেন কী, বিরাট তার সঙ্গে খেলায় মত্ত হয়ে রয়েছেন। তবে বিরাটের এই প্রিন্স প্রীতি দেখে ব্রুনো আবার রাগ না করে ফেলে।
মন্তব্য চালু নেই