এবার ‘পিকে’র বিরুদ্ধে নকলের অভিযোগ!

এবার ‘পিকে’র বিরুদ্ধে নকলের অভিযোগ!

আমির খান অভিনীত ব্লক বাস্টার ‘পিকে’ মুভিটি নিয়ে শুরু থেকেই বলিউডে জল্পনা-কল্পনার শেষ নেই । একের পর এক অভিযোগ উঠছে মুভিটি নিয়ে । এবার ‘পিকে’র বিরুদ্ধে কাহিনী চুরি করা্র অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছেন একজন লেখক।Aamir-PK

কপিল ইসাপুরি নামের ওই লেখক অভিযোগে বলেছেন, পিকে সিনেমার গল্পের একটি অংশ ২০১৩ সালে তার লেখা একটি উপন্যাস থেকে চুরি করা হয়েছে। এর জন্য আদালতে সিনেমাটির প্রযোজক ও পরিচালকের কাছে এক কোটি টাকা ক্ষতিপূরণ হিসেবে চেয়েছেন তিনি।

মামলায় উল্লেখ করেছেন, ছবিটির পরিচালক বিধু বিনোদ চোপরা ও রাজকুমার হিরানী এবং চিত্রনাট্যকার অভিজিৎ জোশি ‘ফেরেশতা’ নামের উপন্যাস থেকে চরিত্র, ধারণা ও দৃশ্য চুরি করে সিনেমায় ব্যবহার করেছেন।

এই কারণে সিনেমার কাহিনীর কৃতিত্বও দাবি করেছেন তিনি। এত দেরি করে কেন দাবি উপস্থাপন করেছেন এমন প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, গত ১৯ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পেলেও তিনি সিনেমাটি দেখেছেন ১ জানুয়ারি।

তিনি আরও বলেন, সিনেমার দৃশ্যগুলো দেখে আমি সম্পূর্ণ হতবুদ্ধি হয়ে যাই।

এখন দেখার বিষয় হল, শেষ পর্যন্ত আদালতের রায় কার দিকে যায়।



মন্তব্য চালু নেই