এবার পা দেখিয়ে সানি লিওনের বাজিমাত
আবার কোটি রুপির অফার পেলেন সানি। মাত্র কয়েক মিনিটের একটি গানের সঙ্গে একবার নেচে চার কোটি রুপির প্রস্তাব পেলেন বলিউডের আলোচিত এ অভিনেত্রী।
মুক্তি-প্রতীক্ষিত ‘রইস’ সিনেমার ‘লায়লা ও লায়লা’ গানটির সঙ্গে নিউ ইয়ার পার্টির মঞ্চে একবার নাচার জন্য তাকে এই প্রস্তাব দেয়া হয়।
টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, শাহরুখ খান অভিনীত ‘রইস’ সিনেমায় ‘লায়লা ও লায়লা’ গানটির রিমেকে সানি লিওনকে দেখা যাবে।
হোটেলে পারফর্মের জন্য ৪ কোটি টাকা হাঁকিয়েছেন অভিনেত্রী। মুম্বইয়ের পাশাপাশি কলকাতা থেকেও পারফর্ম করার ডাক পাচ্ছেন তিনি। যদিও তাঁর কলকাতা আসা নিয়ে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি।
এদিকে, সম্প্রতি নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে নিজের পা এর ছবি পোস্ট করে সানি লিখেছেন, এই পা এবার হাঁপিয়ে গেছে! মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় ওই ছবি।
তার ভক্তরা নিজের মতো করে পা-এর হাঁপানো’র কারণ ব্যাখ্যা করতে থাকেন। কিন্তু আসলে বছর শেষের পার্টিগুলিতে পারফর্ম করতে করতেই হাঁপানোর প্রসঙ্গ টেনেছেন সানি।
মন্তব্য চালু নেই