এবার নাচবেন মোশাররফ করিম!

২০১৪ সালে ঈদুল আজহায় এনটিভিতে প্রচার হয়েছিল মোশাররফ করিম ও অপি করিম অভিনীত একক নাটক ‌’চুপ, ভাই কিছু বলবে’। এবার আসছে ঈদে এই নাটকের সিক্যুয়েল নির্মাণ করছেন সাগর জাহান। এতে কেন্দ্রীয় চরিত্রে থাকছেন মোশাররফ করিম ও তারিন।

গত নাটকের ধারাবাহিকতায় এবারও এতে ভিন্নভাবে মোশাররফকে পাওয়া যাবে বলে জানালেন নির্মাতা।

তিনি জানালেন, এতে কিছুক্ষণ পরপর নাচতে দেখা যাবে এ জনপ্রিয় অভিনেতাকে!

সাগর জাহান বলেন, ‘এবারে নাটকের গল্পটাই এমন। মোশাররফ করিম গানপ্রিয় মানুষ। গানের তালে তালে তিনি নাচবেন। রবিবার এর কাজ হয়েছে উত্তরায়। পরবর্তী কাজ হবে পূবাইলে।’

কাজটি সম্পর্কে তিনি আরও বলেন, ‘‘এবারই প্রথম ৬ পর্বের ধারাবাহিক নির্মাণ করছি। আসলে ‘সিকান্দার বক্স’ ধারাবাহিক দিয়ে মানুষের যে ভালোবাসা পেয়েছি তা বলে বোঝানো সম্ভব নয়। তাদের ভালোবাসার প্রতি সম্মান জানাতেই এবার দুটি ধারাবাহিক নাটক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি। নাটক দুটি রোজার ঈদে প্রচার হবে।’’

সাগর জাহানের রচনা ও পরিচালনায় অপর নাটকে অভিনয় করছেন ‘সিকান্দার বক্স’ জুটি মোশাররফ করিম ও মোনালিসা। নাটকটির মাধ্যমে দীর্ঘদিন পর অভিনয়ে ফিরছেন মোনালিসা।-বাংলা ট্রিবিউন



মন্তব্য চালু নেই