এবার দেশে বলের আঘাতে ক্রিকেটারের মৃত্যু
চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার ভাটিয়ারি এলাকায় ক্রিকেট বলের আঘাতে মোহাম্মদ রবিন হোসেন (১৫) নামের এক কিশোর ক্রিকেটারের মৃত্যু ঘটেছে।
বুধবার দুপুর পৌনে ১২টার দিকে ক্রিকেট খেলার সময় ক্রিকেট বল এই কিশোরের অন্ডকোষে আঘাত হানলে তার মৃত্যু ঘটে। নিহত রবিন ভাটিয়ারী এলাকার মোহাম্মদ শাহ আলমের ছেলে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক শিলাব্রত বড়–য়া জানান, দুপুরে মাঠে ক্রিকেট খেলার সময় অন্ডকোষে ক্রিকেট বলের আঘাত লেগে গুরুতর আহত হয় রবিন। তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য চালু নেই