এবার দাড়িওয়ালা মেসির প্রেমে পড়েছেন গোমেস

ইতিমধ্যে ক্রিশ্চিয়ানো রোনালদোর জাতীয় দলের সতীর্থ আন্দ্রে গোমেস বার্সেলোনায় নাম লিখিয়েছেন৷ প্রায় ৩০ মিলিয়ন পাউন্ডে ইউরো কাপ জয়ী প্রতিভাবান মিডফিল্ডারকে সই করিয়েছে এই কাতালান ক্লাবটি৷

অতীতেও রোনালদোর বিরুদ্ধে ক্লাব ফুটবল খেলেছেন তিনি৷ এবার আবার রিয়াল মাদ্রিদের ‘নাম্বার ওয়ান’ প্রতিদ্বন্দ্বী ক্লাবের বিরুদ্ধে খেলবেন গোমেস৷ ইউরো কাপে দারুণ ফুটবল উপহার দিয়েছিলেন গোমেস৷

পর্তুগিজ অধিনায়কের বিরুদ্ধে খেলার ব্যাপারে গোমেস বলছেন, ভ্যালেন্সিয়াতে আমি ওর বিরুদ্ধে খেলেছি৷ বার্সাতেও তাই হবে৷ রোনালদোর সঙ্গে মাঠে আমার কোনও বন্ধুত্ব নেই৷

রোনালদোর ব্যাপারে তাঁর বক্তব্য, রোনালদো আমার বার্সায় আসার খবর পেয়ে খুশি হয়েছে৷ও আমাকে শুভেচ্ছা জানিয়েছে৷ জাতীয় দলে আমি ওর সঙ্গে আবার সময় কাটাতে পারব৷ একসঙ্গে মুহূর্তগুলো উপভোগ করব৷ কিন্তু আপাতত আমি (দাড়িওয়ালা) মেসির সঙ্গেই সবচেয়ে বেশি আনন্দ করব।



মন্তব্য চালু নেই