এবার থেকে কম কথা বলব : সালমান
‘এবার থেকে কম কথা বলব’। তার শ্লীলতাহানির-মন্তব্য নিয়ে যখন বিতর্ক চলছে ঠিক তখনি এ কথা জানালেন সালমান খান। তবে কোনোরকম ক্ষমা চাওয়ার আশপাশ দিয়ে যাননি তিনি। বরং মজা করেই জানিয়েছেন যে তিনি যা বলেন, তা নিয়েই আজকাল বিতর্ক শুরু হয়ে যায়। তাই তার কম কথা বলাই ভাল বলে জানিয়েছে দাবাং-হিরো সালমান।
তার পরের ছবি ‘সুলতানে’র জন্য কুস্তি শিখতে হয়েছে সালমান খানকে। সেই ট্রেনিং সেশন শেষে তার নিজেকে ‘শ্লীলতাহানি নারী’র মত লাগত বলে আইফা-য় যোগ দিতে যাওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছিলেন সালমান খান। এই মন্তব্য অত্যন্ত অবমাননাকর বলে অভিযোগ করে দেশজু়ড়ে বিতর্ক শুরু হয়। সালমানের সমালোচনায় উত্তাল হয় সোশ্যাল মিডিয়া। সালমানকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেছে জাতীয় মহিলা কমিশন। রিও অলিম্পিকের গুডউইল অ্যাম্বাসাডরের পদ থেকেও বাদ পড়তে পারেন তিনি।
তবে এত কিছুর পরেও ক্ষমা চাওয়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না সালমান খানের মধ্যে। বরং বেশ খোশমেজাজেই তিনি জানিয়ে দিলেন যে এবার থেকে তার চুপ করে থাকাই শ্রেয়।
মন্তব্য চালু নেই