এবার টুইটার স্কাইপ ইমো বন্ধের নির্দেশ
২২ দিন বন্ধ রাখার পর ফেসবুক খুলে দেওয়া হলেও এবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার, স্কাইপ ও ইমো বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার।
রোববার রাত ৯টার দিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দেশের সব মোবাইল অপারেটর ও টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে পাঠানো এক চিঠিতে দ্রুত এসব সামাজিক যোগাযোগ মাধ্যম সেবা বন্ধ করার নির্দেশ দেয়। বিটিআরসি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
প্রসঙ্গত, এর আগে গত ১৮ নভেম্বর সরকার ফেসবুক, ভাইবারসহ সামাজিক যোগাযোগের কয়েকটি অ্যাপস বন্ধ করে দেয়। সামাজিক যোগাযোগের এসব সেবা বন্ধ করতে গিয়ে ওই দিন পুরো দেশ কিছু সময় বিচ্ছিন্ন ছিল ইন্টারনেট সেবা থেকে।
মন্তব্য চালু নেই