এবার জেরিন খানের সাথে শ্রীশান্ত!
কয়েক বছর ধরে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে ফেঁসে গিয়ে ইন্ডিয়ান ক্রিকেট দল থেকে বাদ পড়েছেন ডান হাতি ফাস্ট বোলার শ্রীশান্ত। এরপর কিছুটা চুপসে ছিলেন। তারপর পূজা ভার ‘ক্যাবারে’ ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয় করেছিলেন। নজর কাড়তে পারেননি সমালোচকদের।
এবার আবারো বড় পর্দায় মুখ দেখাতে চলেছেন ভারতের আন্তর্জাতিক ক্রিকেট দলের প্রাক্তন বোলার শ্রীশান্ত। বরুণ বাজাজ প্রযোজিত ‘আকসার-২’ ছবিতে বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শ্রীশান্তকে। ছবির নায়িকা থাকবেন জেরিন খান। তার বিপরীতে দেখা যাবে শ্রীশান্তকে। জেরিন-শ্রীশান্তের মাঝে এন্ট্রি দেবেন আরো এক নায়ক। এতটুকুই চূড়ান্ত। বাকিটা জানানো যাবে আরো কিছুদিন পর- দাবি বরুণ বাজাজের। উল্লেখ, ২০০৬-এ মুক্তি পেয়েছিল ‘আকসার’। সে ছবিতে প্রধান চরিত্রে ছিলেন ইমরান হাশমি, ডিনো মোরিয়া এবং উদিতা গোস্বামী।
মন্তব্য চালু নেই