এবার জিয়াকে প্রথম রাষ্ট্রপতি বললেন খসরু
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পর এবার জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বলে দাবি করেছেন চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, ‘বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বাংলাদেশকে স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করেছিলেন। তিনি ১৯ দফার মাধ্যমে দেশকে দীর্ঘমেয়াদী উন্নয়নের পথে নিয়ে যাবার দিক নির্দেশনা দিয়েছেন।’
রোববার সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ডবলমুড়িং থানা বিএনপি আয়োজিত র্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।
আমীর খসরু বলেন, ‘জনবিচ্ছন্ন আওয়ামী লীগকে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে যারা ক্ষমতায় আনতে সাহায্য করেছে তাদের বিরুদ্ধেও আন্দোলন করতে হবে। নারায়ণগঞ্জ এবং ফেনীতে যেভাবে নৃশংস কায়দায় মানুষকে মেরে ফেলা হয়েছে তাতে সারাদেশের মানুষ আতঙ্কিত। শ্বাসরুদ্ধকর এই অবস্থা থেকে মুক্তি পেতে এই বাকশালী ফ্যাসিস্ট সরকারের পতন ঘটানোর বিকল্প নেই।’
প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপির সাধারন সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেন, ‘অবৈধ ও বেআইনি এ সরকারকে বিদায় দিতে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় খালেদা জিয়ার নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই। এ সরকার গণতান্ত্রিক পরিবেশ নষ্ঠ করেছে, কাজেই এ সরকারকে বিদায় জানাতে হবে।’
ডবলমুড়িং থানা বিএনপির সভাপতি এস এম সাইফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ সালাউদ্দিনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা আলহাজ্ব জয়নাল আবেদিন, ইয়াসিন চৌধুরী লিটন, শামসুল আলম, মাহবুবুল হক, হাজী মহসিন, মোহাম্মদ আলী, মোস্তাফিজুর রহমান ভুলুসহ প্রমুখ।
সমাবেশ শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে কদমতলী মোড় হতে বিশাল একটি র্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাদারবাড়ি গিয়ে শেষ হয়।
মন্তব্য চালু নেই