এবার জাজের নায়ক দেব
প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনার নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন ওপার বাংলার দেব। এখন পর্যন্ত নতুন এই ছবির নাম, পরিচালক, নায়িকা সম্পর্কে কিছু জানা না গেলেও নায়ক হিসেবে নাকি দেবের সঙ্গে কথাবার্তা অনেকটাই চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন জাজ কর্ণধার আব্দুল আজিজ। শুধু তাই নয়, শোনা যাচ্ছে এই ছবিতে নাকি দেবের বিপরীতে দেখা যেতে পারে মাহিকে। তবে নতুন ছবির বিষয়ে আব্দুল আজিজ প্রিয়.কমকে বলেন, ‘দেবের সঙ্গে কথাবার্তা হয়েছে আর নায়িকা বিষয়ে আমরা এখনও সিদ্ধান্ত নেই নি। আর আগামী নভেম্বর থেকে ছবির শুটিং শুরু হবে।’
মন্তব্য চালু নেই