এবার ছিনিমিনি মন নিয়ে ‘ম্যাজিক মামনি’ মাহি

আজরাতে ইউটিউবে মুক্তি পাওয়া ‘অগ্নি-২’ ছবির একটি গানে দেখা গেল দুর্দান্ত এক মাহিকে। ফেয়ার এন্ড লাভলি মেখে আমার চেহারা নুরানি, খেলি ছিনিমিনি ছিনিমিনি মন নিয়ে ম্যাজিক মামনি’ এমনই গানের দৃশ্যে নাচতে দেখা গেল মাহিকে।
একেবারে ভিন্ন গেটআপে উপস্থাপন করা হয়েছে মাহিকে। ক্লাবডান্সে এর আগে মাহিকে এত আকর্ষণীয়ভাবে খুব কমই দেখা গেছে তাকে। ইফতেখার চৌধুরী পরিচালিত ছবিতে মাহির বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ওম। যৌথ প্রযোজনার এই ছবিটি আগামী ঈদে মুক্তি পাবে বলে জানা গেছে।

গানটি দেখুন:
https://youtu.be/izZU6bI96e8

































মন্তব্য চালু নেই