এবার চুলেও আঁকা হবে ট্যাটু!
মানুষ শখের বশত অনেক কিছু করেন। আবার অনেকের নিজের সাথে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করতে খুব ভাল লাগে। তাই তারা বিভিন্ন ধরণের নতুন নতুন ফ্যাশন ট্রেন্ড তৈরি করেন।
এবার ফ্যাশনের স্টেটমেন্ট আরও এগিয়ে নেয়ার জন্য যুক্ত হল চুলের ট্যাটু। সম্প্রতি কাইলি জেনার তার চুলে স্বর্ণের তৈরি একটি ট্যাটু আঁকিয়ে অনুষ্ঠানে হাজীর হলে তাও ফ্যাশন ট্রেন্ড এ রূপান্তরিত হতে চলেছে। বর্তমানে বাজারে গোল্ডেন ও সিলভার রঙ্গয়ের বিভিন্ন অস্থায়ী ট্যাটু পাওয়া যাচ্ছে। বর্তমানের উৎসবের মৌসুমে এটি নতুন ফ্যাশন।
শীতের মাসে কেশের নতুন ডিজাইনের জন্য এই চিন্তা। শুষ্ক-খুস্ক এই সময়ে আপনাকে আরও আকর্ষণীয় করে তুলবে এই ট্যাটু।
কোঁকরা চুলের মেয়েদের জন্য এক্ষেত্রে সুখবর আছে। তাদের চুলে খুব ভালভাবে এসব ট্যাটু আটকে থাকবে। কিন্তু যাদের চুল একেবারে সোজা ও সিল্কি তাদের জন্য সমস্যা হতে পারে। তবে এখন বিভিন্ন রংয়ের ও বিভিন্ন ধরণের চুলের জন্য ট্যাটু বাজারে পাওয়া যাচ্ছে।–সূত্র: টাইম্স অফ ইন্ডিয়া।
মন্তব্য চালু নেই