এবার ‘চারুলতা’র দৃশ্যে দেখা গেল বিগ বি-কে

‘পিকু’তে ভাস্কর ব্যনার্জি হয়ে সৌমিত্র চট্টোপাধ্যায়ের ‘কে তুমি নন্দিনী’ গানে টুইস্ট নেচেছিলেন৷ এবার তাঁরই আইকনিক ‘চারুলতা’র দৃশ্যে দেখা গেল বিগ বি-কে৷ আর সে কথা জানালেন স্বয়ং বিদ্যা বালান৷
‘তিন’ ছবির শুটিংয়ে শহরেই শাহেনশাহ৷ কাজের মাঝে হাজারো মজার আমদানি৷ কখনও ভ্যানরিকশায় শুয়ে বলছেন ঘুম হচ্ছে না, তো কখনও তাঁর ‘ফটফটিয়া’ গায়েব হচ্ছে৷ কলকাতায় স্কুটার চালানো যেমন উপভোগ করছেন, তেমনই চুটিয়ে উপভোগ করছেন প্রতিদিনের শুটিং৷ এই যেমন ক্যাথিড্রাল চার্চে পিয়ানো দেখেই বাজাতে শুরু করে দিলেন ‘চারুলতা’র থিম৷ আর তা দেখে বিদ্যা বালানের মনে পড়ে গেল চারুলতা ছবির সেই বিখ্যাত দৃশ্যের কথা৷ যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায় পিয়ানো বাজিয়ে গিয়েছিলেন ‘আমি চিনি গো চিনি তোমারে৷’
ক’দিন আগেই স্কুটারে দেখা গিয়েছিল তাঁকে৷ কলকাতার রাস্তায় স্কুটার চালাতে চালাতে নস্ট্যালজিক হয়েছেন৷ জানিয়েছেন, বহু স্মৃতি ভিড় করে আসছে৷ এর মাঝে আবার ভুল করেছেন টুইটের সংখ্যাতেও৷ মজা করে বলেছেন, সব গড়বড় হয়ে যাচ্ছে, কেননা ঘুম হচ্ছে না৷ প্রতিদিনই কোনও না কোনও চমক আসছে বিগ বি-র পক্ষ থেকে৷ সেরকমই এই চারুলতা দৃশ্য৷ বিদ্যা অবাঙালি হলেও মনেপ্রাণে বাঙালি৷ আর পিয়ানো বাজানো অবস্থায় বিগ বি-কে দেখে সৌমিত্র চট্টোপাধ্যায়ের আইকনিক দৃশ্যের কথাই মন পড়েছে তাঁর৷ বিগ বি বাজিয়েওছেন চারুলতা থিম৷ তাহলে ছবিতেও কি থাকছে সৌমিত্র যোগ? আপাতত অবশ্য সে উত্তর মেলেনি৷

সূত্র: কলকাতা



মন্তব্য চালু নেই