এবার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জিতলেন যারা, এক নজরে দেখুন
গোল্ডেন গ্লোবের এবারের আসরে কমেডি বা মিউজিক্যাল ক্যাটাগরিতে সেরা ছবির পুরস্কার জয়ের পাশাপাশি সাতটি ক্যাটাগিরতে পুরস্কার জিতে রেকর্ড গড়েছে রোমান্টিক কমেডি ঘরানার ছবি ‘লা লা ল্যান্ড’।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে রোববার গ্লোডেন গ্লোব অ্যাওয়ার্ডের ৭৪তম আসরে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার ঘোষণা করা হয়।
এক নজরে দেখে নিন-
-চলচ্চিত্র-
সেরা চলচ্চিত্র, নাটক : মুনলাইট
সেরা চলচ্চিত্র, সংগীত বা কমেডি : লা লা ল্যান্ড
শ্রেষ্ঠ অভিনেতা, নাটক : ক্যাসে অ্যাফলিক, ‘ম্যানচেস্টার বাই দ্য সি’
শ্রেষ্ঠ অভিনেত্রী, নাটক : ইসাবেলা হাপার্ট, ‘এলি’
শ্রেষ্ঠ অভিনেতা, সংগীত বা কমেডি : রায়ান গসলিং, ‘লা লা ল্যান্ড’
শ্রেষ্ঠ অভিনেত্রী, সংগীত বা
কমেডি : ইমা স্টোন, ‘লা লা ল্যান্ড’
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা : আরন টেইলর জনসন, ‘নকটার্নাল অ্যানিমেলস’
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী : ভইলা ডেভিস, ‘ফেন্সেস’
শ্রেষ্ঠ পরিচালক : ডামিয়েন কাজেলে, ‘লা লা ল্যান্ড’
শ্রেষ্ঠ চিত্রনাট্য : ডামিয়েন কাজেলে, ‘লা লা ল্যান্ড’
শ্রেষ্ঠ অরিজিনাল স্কোর : জাস্টিন হারউইৎজ, ‘লা লা ল্যান্ড’
শ্রেষ্ঠ অরিজিনাল সং : ‘সিটি অব স্টারস’ ফ্রম ‘লা লা ল্যান্ড’
শ্রেষ্ঠ বিদেশী ভাষার ছবি : ‘এলি’ (ফ্রান্স)
শ্রেষ্ঠ অ্যানিমেশন ফিচার : ‘জোটোপিয়া’
-টেলিভিশন-
শ্রেষ্ঠ নাটক : ‘দি ক্রাউন’ (নেটফিক্স)
শ্রেষ্ঠ অভিনেতা (নাটক) : বিলি বব থর্নটন, ‘গোলিয়াত’
শ্রেষ্ঠ অভিনেত্রী (নাটক) : ক্লেইরি ফই, ‘দি ক্রাউন’
শ্রেষ্ঠ সংগীত বা কমেডি সিরিজ : আটলান্টা (এফএক্স)
শ্রেষ্ঠ অভিনেতা (সংগীত বা কমেডি) : ডোনাল্ড গ্লোভার, ‘আটলান্টা’
শ্রেষ্ঠ অভিনেত্রী (সংগীত বা কমেডি) : ট্রেসি এলিস রস, ‘ব্লাকিস’
বেস্ট লিমিটেড সিরিজ বা টিভি মুভি : ‘দ্য পিপল ভার্সেস ও জে সিমসন : আমেরিকান ক্রাইম স্টোরি’ (এফএক্স)
বেস্ট লিমিটেড সিরিজ বা টিভি অভিনেতা : টম হিডেলস্টন, ‘দ্য নাইট ম্যানেজার’
বেস্ট লিমিটেড সিরিজ বা টিভি অভিনেত্রী : সারাহ পলসন, ‘দ্য পিপল ভার্সেস ও জে সিমসন : আমেরিকান ক্রাইম স্টোরি’
বেস্ট লিমিটেড সিরিজ বা টিভি মুভি পার্শ্ব অভিনেতা : হাগ লওরি, ‘দ্য নাইট ম্যানেজার’ বেস্ট লিমিটেড সিরিজ বা টিভি মুভি পার্শ্ব অভিনেত্রী : অলিভিয়া কলম্যান, ‘দ্য নাইট ম্যানেজার’
মন্তব্য চালু নেই