এবার গোলাপ দিয়ে সানি লিওনকে প্রেম নিবেদন
ভালোবাসার বিষয়টি প্রকাশ হয়েছে অনেক আগেই। কিন্তু তাতে কি পুরনো প্রেমকে আরো একবার ঝালিয়ে নেয়া যেতেই পারে। কি বলেন? তাই ভ্যালেন্টাইন উইকের প্রথমদিন লালা গোলাপে আরো একবার সানিকে প্রেম নিবেদন করলেন স্বামী ড্যানিয়েল। সম্প্রতি সবাইকে রোজ ডে এর শুভেচ্ছা জানিয়ে, সানি তার ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছেন।
ছবিতে গাড়ির মধ্যে বসে আছেন সানি লিওন ও ড্যানিয়েল। সানি হাতে একটি লাল গোলাপ। কিছুদিন আগে মুক্তি পেয়েছে সানির ‘মস্তিজাদে’ সিনেমাটি। বক্স অফিসে যা বেশ ভালো ভাবেই সাড়া ফেলেছে। শোনা যাচ্ছে হৃত্বিকের পরবর্তী ছবি ‘কাবিল’-এও দেখা যাবে সানিকে।
এক কথায় বলা চলে ছবি হিটের জন্য বলিউড পাড়ায় সানি এখন তুরুপের তাস। প্রযোজক তো ছিলই এখন পরিচালকরাও সানির প্রেমে হাবুডুবু খাচ্ছেন। অভিনয় না হোক অন্তত একটা আইটেম গানে অবশ্যই সানির থাকা চাই।
মন্তব্য চালু নেই