এবার কোনোভাবেই ছন্দপতন হলে চলবে না, জয় দরকার: সাকিব
ওয়ানডে সিরিজে নাস্তানাবুদ হবার পর এবার টি২০’র যুদ্ধে কিউইদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ওয়ানডেতে বেশ বাজেভাবে ব্যর্থ হয়েছেন তামিম-সাকিবরা। আর তাই টিম ম্যানেজমেন্টও ক্ষুব্ধ সিনিয়রদের ওপর। কোচও দায়টা চাপিয়েছেন অগ্রজদের ওপরই। তবে কোচের এই যুক্তির সঙ্গে একমত হতে পারছেন না সাকিব আল হাসান।
বিশ্বসেরা এই অলরাউন্ডার মনে করছেন, দায়িত্বটা সবাইকে নিতে হবে। এখানে সিনিয়র-জুনিয়র ভেদাভেদ করতে নারাজ তিনি। ‘দলে আমরা এগারো জন খেলি, সবাইকেই সমান দায়িত্ব নিয়ে খেলতে হয়। আমরা সবাই একট দল হয়েই খেলার চেষ্টা করি।’
সাকিব আরো বলেন, ‘বাংলাদেশ জিতলে সবাই জিতে, হারলেও দায়টা সবার।’ সাকিব তার কথায় সম্প্রীতির পতাকা ওড়ালেও ওয়ানডে সিরিজে বাজেভাবে হারের দায়টা স্বীকার করে নিলেন। ‘ওয়ানডে সিরিজে হয়তো আমরা সেভাবে খেলতে পারিনি। তবে টি ২০ ভিন্ন ফরম্যাটের খেলা। নিজেদের সামর্থ্যটুকু দিয়ে খেলতে পারলে জিতব আমরাই।’
নেপিয়ারের মাঠটা খুব ছোট বিশেষ করে প্রস্থে ৬০ মিটারের বেশি নয়। এই মাঠে রান তোলাটাও খুব সহজ। তবে সাকিবের চোখ দলীয় শক্তিতে। সাকিব বলেন, ‘ওয়ানডে সিরিজে আমরা ছন্দ ধরে রাখতে পারিনি। তবে এবার কোনোভাবেই ছন্দপতন হলে চলবে না। ধারাবাহিকতা ধরে রাখা খুব গুরুত্বপূর্ণ।’
ম্যাচের আগের দিন বেশ ইতিবাচক মনে হলো সাকিবকে। তিনি বলেন, ‘এর আগের নিউজিল্যান্ড সফরগুলোতে খুব একট ভালো করতে পারিনি আমরা। তবে এখনো সুযোগ আছে। ঘুরে দাড়ানোর জন্য কেবল একটা জয় দরকার।’
মন্তব্য চালু নেই