এবার কোহলির বাবা মায়ের সঙ্গে দেখা করলেন অানুশকা
তবে কি সম্পর্কে ফিরছেন বিরাট কোহলি আর অানুশকা শর্মা? তারা এখনো কেউ ঘোষণা না করলেও হাবেভাবে তো মনে হচ্ছে পুরোনো সম্পর্ক আবার জোড়া লাগছে। সম্প্রতি নাকি বিরাটের বাবা মায়ের সঙ্গে দেখা করেছেন অানুশকা।
কয়েকদিন আগেই খবরে এসেছিলেন অানুশকা-বিরাট। অানুশকা যাচ্ছিলেন বুদাপেস্ট। তাকে এয়ারপোর্টে এগিয়ে দিতে গিয়েছিলেন বিরাট কোহলি। অানুশকা গাড়ি থেকে নামার পর তাদের দুজনকে ঘনিষ্ট ভাবে দেখতে পাওয়া যায়। সেই ছবি ভাইরাল হতে দেরি হয়নি। তখনই মনে হয়েছিল, সব হয়তো ঠিক হযে গেছে। আবার হয়তো সম্পর্কে ফিরছেন তারা।
এবার তো অানুশকা আরো এক ধাপ এগিয়ে গেলেন। দিল্লিতে বিরাটের বাড়ি গিয়েছিলেন অানুশকা শর্মা। সেখানে তিনি কিছু সময়ও কাটান। দিল্লি বিমানবন্দরে বিরাট ও অানুশকাকে হাতে হাত ধরে দেখাও গেছে।
এত কিছু হচ্ছে। কিন্তু সম্পর্কের ব্যাপারে কিছুই খোলসা করছেন না তারা। তবে কি একেবারে বিয়ের কথাই ফ্যানেদের শোনাবেন অানুশকা-বিরাট? নাকি এ নিছকই বন্ধুত্ব?
তবে এরই মধ্যে শোনা যাচ্ছে তাদের বিয়ের প্রথম ধাপের কাজ নাকি সেরে ফেলেছেন দুজনে। তাহলে এখন দেখার পাল আসল সত্যিটা কি?
মন্তব্য চালু নেই