এবার কুচ কুচ লুচ্চা হ্যায় ছবিতে সানি লিওন (ভিডিও)

কুচ কুচ লুচ্চা হ্যায় শিরোনামের নতুন এক ছবিতে অভিনয় করছেন সানি লিওন ও রাম কাপুর। ডেভাং ঢোলাকিয়ারের পরিচালনায় কমেডি ধাচের এ ছবিতে একেবারেই নতুন রূপে দেখা যাবে বলিউডের এই অভিনেত্রীকে।

ঢোলাকিয়া বলেন, সেক্স ও কমেডি ধাচের এ সিনেমাটিতে সানিকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যা অন্য কোন সিনেমায় দর্শক দেখেনি। আর এ সিনেমাটিতে থাকছে একঝাক ফুর্তিবাজ লুচ্চা।

এ সিনেমায় রামকে দেখা যাবে একজন ব্যবসায়ীর চরিত্রে। আর একজন বিখ্যাত ফিল্ম স্টারের চরিত্রে দেখা যাবে সানি লিওনকে। সানির সঙ্গে বিভিন্নভাবে তার জমে ওঠা রসায়নই হবে সিনেমার মূল আকর্ষণ। মালয়েশিয়াতে এখন সিনেমার শুটিং চলছে।

সিনেমাটির সাফল্যের বিষয়ে সানি লিওন বলেন, সিনেমাটি করতে গিয়ে রামের কাছ থেকে আমি অনেক কিছু শিখছি। সিনেমাটি অবশ্যই দর্শকদের ভালো লাগবে।

রাম বলেন, আমরা শুটিং সেটে অনেক মজা করে কাজ করছি। চরিত্রের প্রয়োজনে কোন ছাড় দিচ্ছি না। আশা করি, সিনেমাটি দর্শকদের ভালো লাগবে।

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=hIKbDMl4OXQ



মন্তব্য চালু নেই