এবার কিরণ বেদির চরিত্রে প্রিয়াঙ্কা

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় নারী বক্সার মেরি কমের চরিত্রে অভিনয় করে নিজের জনপ্রিয়তাকে ভিন্নমাত্রায় নিয়ে গেছেন প্রিয়াঙ্কা চোপড়া। কারণ তার অভিনীত ‘মেরি কম’ ছবিটি সর্বমহলে প্রশংসা কুড়িঁয়েছে। সেই সাফল্য ঘরে তুলতে না তুলতেই এবার কিরণ বেদির চরিত্রে অভিনয় করতে যাচ্চেন প্রিয়াঙ্কা।
ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কিরণ বেদি’র জীবনীকে কেন্দ্র করে একটি ছবি নির্মাণের সিন্ধান্ত নিয়েছেন ‘লাক’ ছবির পরিচালক সোহম শাহ। আর কিরণ বেদির সেই চরিত্রটিতে অভিনয়ের জন্যে প্রিয়াঙ্কাকেই তার মনে ধরেছে। তাই এই ছবিতে অভিনয়ের জন্যে প্রিয়াঙ্কাকে ১০ কোটি টাকা দিতেও প্রস্তুত তিনি।
এদিকে প্রিয়াঙ্কার তরফ থেকে তার মুখপাত্র জানান, এই ছবির বিষয়ে যত তাড়াতাড়ি সম্ভব প্রিয়াঙ্কা তার মতামত জানাবেন।
উল্লেখ্য, ২০০৭ সালে কর্মজীবন থেকে অবসর গ্রহণের পর বর্তমানে বিভিন্ন টিভি শো’তে কিরণ বেদির উপস্থিতি আইপিএস অফিসারের মতোই সমান জনপ্রিয়।



মন্তব্য চালু নেই