এবার কাশিমপুর কারাগারের জেল সুপারকে হুমকি
আইজি প্রিজনের পর এবার গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় বুধবার বিকেলে হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. মিজানুর রহমান জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
জিডিতে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার রাত ৭টা ৪৮ মিনিটে একটি মোবাইল ফোন থেকে তার মোবাইলে কল করে হুমকি প্রদান করা হয়। বলা হয়, ‘তুই আমাদের ভাইকে যশোর পাঠাইছিস। তোর ছেলেমেয়েদের এতিম করলি। তারা স্কুলে যাবে না। জীবনে মানুষ ভুল একবারই করে, একবারই তার খেসারত দেয়।’
জিডিতে সিনিয়র জেলা সুপার আরও উল্লেখ করেন, সম্প্রতি হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে শীর্ষ সন্ত্রাসী হাজতী এনামুল হাসান ওরফে পিচ্চি হেলালকে প্রশাসনিক কারণে যশোর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।
মঙ্গলবার রাতে মোবাইল ফোনে আইজি প্রিজন সৈয়দ ইফতেখার উদ্দিনকেও হত্যার হুমকি দেওয়া হয়। ওই ঘটনায় চকবাজার থানায় জিডি করেন তিনি।
মন্তব্য চালু নেই