এবার কাঁদলেন লিওনেল মেসি, তার কাঁন্না দেখে কাঁদলেন নেইমারও
ফুটবল জগতের সেরা মুখ লিওনেল মেসি। এবার দুঃসংবাদ তার ভক্তকূলের জন্য। পানি ঝড়েছে লিওনেল মেসির চোখ বেয়ে। কেঁদেছেন নেইমারও।
চ্যাম্পিয়ন্স লিগে খেলছিলেন ম্যারাডোনার এ যোগ্য উত্তরসূরী। কিন্তু বুধবার রাতেই স্বপ্ন ভঙ্গ হয় তার। কষ্টে অশ্রু ঝড়ান তিনি।
প্রথম পর্বে ১-২ ব্যবধানে হারলেও বুধবার রাতে ঘরের মাঠে ফিরতি ম্যাচে আটলেটিকো মাদ্রিদ ২-০ হারায় মেসি-সুয়ারেজ-নেইমারদের।
ফুটবলের ত্রিফলা বাঁচাতে পারেননি দলকে। পেনাল্টি-সহ দু’টো গোলই গ্রিজম্যানের। সব মিলিয়ে জিতল ৩-২ গোলে।
এর আগে ২০১৩-’১৪ চ্যাম্পিয়ন্স লিগেও শেষ আটে আটলেটিকোর কাছে হেরেই বিদায় নিতে হয়েছিল মেসিদের।
মন্তব্য চালু নেই