এবার কলকাতার গোয়েন্দা কাহিনীতে জয়া আহসান

অরিন্দম শীলের ‘আবর্ত’ এর মাধ্যমে টালিউডে হাতেখড়ি হয় জয়া আহসানের, এবার একই নির্মাতার আরেকটি নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের এই অভিনেত্রী। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গোয়েন্দা উপন্যাস অবলম্বনে তৈরি হবে এই ছবি, যার নাম ‘ঈগলের চোখ’।

ছবিটির দৃশ্যধারণের কাজ এরইমধ্যে শুরু হয়েছে। তবে জয়া ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকেই শুটিং শুরু করতে চলেছেন গোয়েন্দা সিক্যুয়েলের দ্বিতীয় এ কাহিনীতে।

ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত এই ছবির প্রধান এক চরিত্রে অভিনয় করবেন অনির্বাণ ভট্টাচার্য। তার স্ত্রী হিসেবে দেখা যাবে জয়াকে। এতে গোয়েন্দা শবরের চরিত্রে আছেন শাশ্বত চট্টোপাধ্যায়। এছাড়াও ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পায়েল সরকার, গৌরব চক্রবর্তী, দেবপ্রসাদ হালদার।

২০১৩ সালে আবর্ত থেকে শুরু করে সর্বশেষ মুক্তি পাওয়া ‘রাজকাহিনী’ চলচ্চিত্র— মাঝের তিন বছরে কলকাতার হাতেগোনা ছবিতে অভিনয় করলেও জয়া আহসান সেখানকার চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে নিজেকে বেশ আলোচনায় রাখতে সক্ষম হয়েছেন।



মন্তব্য চালু নেই