এবার এটিএম বুথে টাকার বদলে পাওয়া যাবে চকোলেট!

এটিএম বুথে কার্ড ঢুকিয়ে নির্দেশ দিলে টাকা বের হওয়ার কথা কমবেশি সবারই জানা। তবে এবার লন্ডনে এমন কিছু বুথ বসানো হয়েছে যেসব বুথ থেকে বের হবে মজার মজার চকোলেট। ক্রিস্পি ক্রিম নামের একটি চকোলেট নির্মাতা প্রতিষ্ঠান সমপ্রতি নতুন ধরনের একটি চকোলেট বার বাজারে আনতে যাচ্ছে। আর এই নতুন চকলেটটিকে মানুষের সাথে পরিচয় করিয়ে দিতেই অভিনব এই পদ্ধতি অবলম্বন করেছে প্রতিষ্ঠানটি।

মাত্র দুই ইউরো খরচ করলে ক্রেতার হাতে বুথ থেকে এসে যাবে মজাদার এই চকোলেট বার। কিছুদিন পরে চকোলেটটির বাজারজাত শুরু করবে প্রতিষ্ঠানটি। তার আগেই এটি সম্পর্কে মানুষকে নতুন ধরনের অভিজ্ঞতার সাধ নিতে এই কৌশল।

বিশেষভাবে প্রস্তুত করা এই এটিএম বুথের নাম দেয়া হয়েছে ‘হোল ইন দ্যা ওয়াল’। ক্রিস্পি ক্রিমের অভিনব আইডিয়াকে বেশ ভালোভাবেই নিয়েছেন ক্রেতারা।

-মিরর



মন্তব্য চালু নেই