এবার উপেন-কারিশমার বিচ্ছেদ !

সম্পর্কে বিচ্ছেদ থাকবে এটাই তো খুব স্বাভাবিক। কিন্তু কিছুদিন ধরে বলিউডে বিচ্ছেদের হাওয়াটা একটু বেশি উড়ছে।

এবার এই বিচ্ছেদের তালিকায় যোগ হতে যাচ্ছে কারিশমা তান্না-উপেন প্যাটেল। গত দুই বছর ধরে চুটিয়ে প্রেম করছিলেন তারা। এবার বিচ্ছেদের ঘণ্টা বাজিয়ে এ সম্পর্ক থেকে বেরিয়ে আসার খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। এদিকে এক টুইট বার্তায় তাদের বিচ্ছেদের আশ্বাস দিয়েছেন উপেন প্যাটেল।

টুইটে উপেন প্যাটেল লিখেছেন, ‘প্রেম কখনো সহজ নয়। যখন নির্দিষ্ট ভিত্তি নষ্ট হয়ে যায় তখন এই সম্পর্ককে সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়।’

বিগ বস ৮ এর প্রতিযোগী হিসেবে এসেছিলেন উপেন প্যাটেল ও কারিশমা তান্না। তারপর তারা সম্পর্কে জড়িয়ে পড়েন। এরপর ‘নাচ বলিয়ে’ শো চলাকালে কারিশমাকে প্রেমের প্রস্তাব দেন উপেন।



মন্তব্য চালু নেই