এবার আসছে ধস, কাঁপছে নেপাল!
দুর্ভোগের এখনই শেষ নেই নেপালের। ভূমিকম্পে গোটা দেশকে প্রায় ধ্বংস করেও ক্ষান্ত হচ্ছে না প্রকৃতি। নতুন বিপর্যয়ের আশঙ্কায় প্রহর গুনছে ‘হিমালয়-কন্যা’। আগামী সপ্তাহ থেকেই প্রবল ধস শুরু হবে নেপালে। সেই ধসে আরও বিপদের সম্মুখীন হবে নেপাল। ইতোমধ্যেই নেপাল সরকারকে এবিষয়ে সতর্ক করেছেন আবহাওয়া বিজ্ঞানীরা।
বিজ্ঞানীরা সতর্কবার্তায় জানিয়েছেন, ভূমিকম্পের ফলে পাহাড়ের অনেকাংশই আলগা হয়ে গিয়েছে। বর্ষা নামলেই সেই অংশগুলি ভেঙে পড়বে। শুরু হবে প্রবল ধস। ইউভার্সিটি অফ মিশিগান-এর একদল বিজ্ঞানীর মতে, সবচেয়ে বেশি ধস নামবে নেপাল-তিব্বত সীমান্তের পর্বাঞ্চলে ও মাউন্ট এভারেস্টের পশ্চিমাংশ।। সরাসরি ক্ষতিগ্রস্ত হবে উত্তর কাঠমান্ডু। ধসে বিপর্যস্ত হয়ে যাবে নেপালের ১০ হাজারের বেশি এলাকা।
মিশিগান ইউনিভার্সিটির বিজ্ঞানী মারিন ক্লার্কের কথায়, ‘পর্বতগুলির বেশির ভাগ অংশই হালকা হয়ে গিয়েছে শনিবারের কম্পনে। সেগুলি এখনই ধসে না পড়লেও, বৃষ্টি শুরু হলেই ঝুঁকি বাড়বে।’
মন্তব্য চালু নেই