এবার আশরাফুল নিজেই বললেন বাবা হওয়ার কথা

টাইগারদের বেশ কিছু দারুণ মুহূর্তের সঙ্গী মোহাম্মদ আশরাফুল।খুব বেশি দেরি নয়, মাস দেরেক পরেই নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরবেন আশরাফুল। বাংলাদেশ ক্রিকেটকে আরো নতুন কিছুই দেয়ার বাকি আছে ৩১ বছর বয়সী এই ক্রিকেটারের। ক্রিকেটে ফেরার সঙ্গে ভক্তদের আরেকটি সুসংবাদ দিলেন আশরাফুল। জানালেন, কন্যাসন্তানের বাবা হচ্ছেন তিনি।

শনিবার এক সাক্ষাৎকারে আশরাফুল নিজেই নিশ্চিত করেছেন যে কন্যাসন্তানের বাবা হতে চলেছেন তিনি। বলেন, ‘আমার স্ত্রীর (আনিকা তাসলিমা অর্চি) প্রেগনেন্সির সাত মাস চলছে। মাস দুয়েকের মধ্যে আমরা কন্যাসন্তান আগমনের আশা করছি।’

আশরাফুল আরো যোগ করেন, ‘হ্যাঁ, এটা কন্যাসন্তানই। আমরা পরিবারের সবাই অধীর আগ্রহে তার আগমনের অপেক্ষা করছি। আমরা আলাদা করে কোন লিঙ্গ নির্ধারণী পরীক্ষা করাইনি। ডাক্তার নিজে থেকেই এটা জানিয়েছেন। আমার মা আমার স্ত্রীকে নিয়ে আলট্রা সাউন্ড সনোগ্রাফি করাতে গিয়েছিল, সেখানেই এটা ধরা পড়েছে। প্রেগনেন্সির সপ্তম মাসে আসার পর এদেশের চিকিৎসকরা জানিয়ে দেন, বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে।’

এদিকে বাবা হওয়া ও ক্রিকেটে ফেরা নিয়ে দারুণ উত্তেজিত আশরাফুল বলেন, ‘ওর কি নাম রাখা যেতে পারে সেটা এখনো ঠিক হয়নি। তবে আত্মীয়স্বজন আর বন্ধুবান্ধবদের বলে রাখব যে ভালো কিছু নাম সাজেস্ট করতে।’



মন্তব্য চালু নেই