এবার আলোচনায় কাজল-অজয় কন্যা

শাহরুখের ছেলে বা অমিতাভের নাতনি থেকে শুরু করে জ্যাকিস্রোফ কন্যা, সবাইকে নিয়েই কম বেশি আলোচনা হয়েছে বলিউড জগতে। বিশেষত আরিয়ান-নাব্য নাভেলি ক্যামেস্ট্রি নিয়ে চলেছে অনেক গসিপ। এবার বলিউডের সেই আলোচনার নতুন খোরাক হলেন কাজল ও অজয় দেবগানের কন্যা।

কাজল তাঁর ইনস্টাগ্রামে মেয়ে নায়শার সঙ্গে একটি ছবি তুলে পোস্ট করেন। তারপরেই অনেকে বলা শুরু করে দেন এবার নায়শা বলিউডে নামবেন।

‘দিলওয়ালে’ ছবিতে কাজ করার জন্য মাকে উদ্বুদ্ধ করেন কন্যা নাইসা। অনেকের প্রশ্ন কবে পর্দায় আসছেন নাইসা। তবে এ বিষয়ে কাজল বা অজয় দেবগানের পক্ষ থেকে কিছু জানা যায়নি।



মন্তব্য চালু নেই