আ’লীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

রাজশাহী : রাজশাহীর চারঘাটে নাশকতা মামলার আসামি ও চারঘাট উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা আবু সাইদ চাঁদের হাত থেকে ফুলের তোড়া নিয়ে বিএনপিতে যোগদান করেছেন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী-সমর্থক।

সোমবার বিকেলে উপজেলা ভাইস চেয়ারম্যান তহমিনা খাতুন ও নিমপাড়া ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামী লীগ কর্মী আব্দুল কুদ্দুস পলাশের নেতৃত্বে শতাধিক আ’লীগ কর্মী-সমর্থক বিএনপিতে যোগদান করেন।

উপজেলার মাড়িয়া ঈদগাহ মাঠে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা আবু সাইদ চাঁদ। যার বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে।

এর আগে গত ২ জুলাই রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের এমপি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নিকট থেকে ফুল নিয়ে নাশকতার মামলার আসামী বিএনপি নেতা মুকলেছুর রহমান বাচ্চু ও জামায়াত নেতা হুমায়ন কবিরের নেতৃত্বে চারঘাটের ৬০ জন বিএনপি-জামায়াত নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন। এর পর গত শনিবার বিকেলে আরো ১৫ জন নেতাকর্মী আ’লীগে যোগদান করেন।



মন্তব্য চালু নেই