এবার আমিরের মুখে শাহরুখ বন্দনা

একটা দীর্ঘ সময় বলিউড দেখে এসেছে শাহরুখ, আমির ও সালমান খানের মধ্যে ব্যক্তিগত দ্বন্দ্ব। শুরুর দিকে সালমান-শাহরুখ বন্ধু থাকলেও পরবর্তী সময়ে সেই বন্ধুত্বে ধরে ফাটল। বন্ধু হন আমির-সালমান।

ফলে শাহরুখের সঙ্গে একদিকে চলে সালমানের দ্বন্দ্ব, আর অন্যদিকে আমির তো কখনোই শাহরুখের বন্ধু তালিকায় ছিলেন না, বরং সালমানের বন্ধু হয়ে আমির উঠেপড়ে লাগেন শাহরুখের পেছনে। এমনকি আমির নিজের কুকুরের নাম রেখেছিলেন ‘শাহরুখ’। আর জানিয়েছিলেন, ‘শাহরুখ’ তার পা চাটছে।

তবে বলিউডের এই শীর্ষ তিন খানের বর্তমান সময়ের মনোভাব সম্পূর্ণ ভিন্ন। আমির-সালমান তো গভীর বন্ধুত্ব ছিলই, সাম্প্রতিক সময়ে সালমান-শাহরুখও বন্ধুত্বের বন্ধনে রয়েছেন। আর শাহরুখের সঙ্গে আমিরের যে চাপান-উতোর ছিল, তা বোধ হয় এবার শেষ হতে চলেছে।

কয়েক দিন আগে সালমান বলেছিলেন, ‘বলিউডে ১, ২, ৩ নম্বর নিয়ে তার কিছু যায় আসে না। শাহরুখ আর আমির তার বন্ধু।’ এবার আমিরও সে কথাই জানালেন। বললেন, ‘আমিও সলমানের সঙ্গে একমত। আমাদের মধ্যে কোনো ১, ২, ৩-এর নম্বর গেম নেই। শাহরুখ আর সালমান বড় স্টার।’



মন্তব্য চালু নেই