এবার আইটেম গানে উষ্ণতা ছড়ালেন পরীমনি
একটি ছবিও মুক্তি পায়নি, কিন্তু হাতে কুড়িটি চলচ্চিত্র! এই নজির এখন পর্যন্ত দেখাতে পেরেছেন পরীমনি। তবে নিজের কোনো ছবির আইটেম গানে নাচেননি তিনি। এবার সেই কাজটাও করলেন। আইটেম গানেও্ এবার তিনি উষ্ণতা ছড়ালেন।
শাহ আলম মন্ডল পরিচালিত ‘ভালবাসা সীমাহীন’ ছবিতে অভিনয়ের পাশাপাশি আইটেম গানে নেচেছেন পরীমনি। ১ সেপ্টেম্বর সন্ধ্যায় এফডিসির ৭ নং ফ্লোরে গানটির চিত্রায়ন হয়। ‘ডার্লিং ডার্লিং লাগছে চার্মিং’। সুদীপ কুমার দীপের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আলী আকরাম শুভ। এতে কণ্ঠ দিয়েছেন রমা।
পরীমনি বলেন, ‘এবারই প্রথম আইটেম গানে নাচলাম। শুটিং করতে গিয়ে কয়েকদিন আগে পায়ে একটু ব্যথা পেয়েছি। এই পা নিয়েই নেচেছি।’
‘ভালবাসা সীমাহীন’ ছবিতে পরীমনির সহশিল্পী আনিসুর রহমান মিলন ও জায়েদ খান। এটি আগামী কোরবানির ঈদের পরপরই মুক্তি পাবে বলে জানা যায়।
মন্তব্য চালু নেই