এবার অ্যাকশনে হাত পাকাতে চান কাজল
তাঁর কথায়, ‘‘অ্যাকশন ফিল্ম করার প্রচণ্ড ইচ্ছে। ব্যাপারটা কঠিন। কিন্তু যাই হোক, জীবনে সব ধরনের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।’’
রোমান্টিক জঁরেই কাজ করেছেন মূলত। তবে এবার নায়িকার ইচ্ছে অ্যাকশনধর্মী ছবিতে কাজ করার। কেরিয়ারে একবারের জন্য হলেও পরদায় অ্যাকশন করতেচান।
তাঁর কথায়, ‘‘অ্যাকশন ফিল্ম করার প্রচণ্ড ইচ্ছে। ব্যাপারটা কঠিন। কিন্তু যাই হোক, জীবনে সব ধরনের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। অবশ্য আমি একটু অলস! তবে একবার না একবার অন্তত অ্যাকশনধর্মী ছবিতে কাজ করবই।’’ এর আগে তাঁকে দেখা গিয়েছিল রোহিত শেট্টির ‘দিলওয়ালে’তে। সেখানে বন্দুকবাজি করেছেন হালকা! ‘দিলওয়ালে’কে কাজলের কামব্যাকও বলা হয়ে থাকে। অনেক ভাবনাচিন্তা করেই কাজল বেছেছিলেন এই ছবি। যদিও ছবি প্রশংসা পায়নি। দেখা যাক, এবার অ্যাকশন ছবিতে কাজ করা নিয়ে কাজলের ভাবনাচিন্তা ফলপ্রসূ হয় কি না!-এবেলা
মন্তব্য চালু নেই