এবার অভিনেত্রী হিসেবে সিনেমায় পড়শি

শামীম আহমেদ রনি পরিচালিত ‘মেন্টাল’ ছবিতে অভিনয়ের জন্য পড়শি চুক্তিবদ্ধ হয়েছেন গত বছরেই। কিন্তু এখনো দাঁড়ানো হয় নি ক্যামেরার সামনে। ২৪মে তিনি ‘মেন্টাল’ছবির শুটিংয়ে অংশ নিবেন। টানা ২-৩ দিন শুটিং হবে পড়শির দৃশ্য।

পড়শি জানান, ব্যস্ততার জন্য এতদিন শুটিংয়ে অংশ নিতে পারেন নি তিনি। ছবিতে পড়শিকে সঙ্গীত শিল্পী হিসেবেই দেখা যাবে। যার ভক্ত হয়ে পড়েন শাকিব খান।

‘মেন্টাল ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, তিশা ও আঁচল।



মন্তব্য চালু নেই