এবার অজয়ের রানী শ্রুতি হাসান
‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বই’, ‘ট্যাক্সি নাম্বার ৯২১১’, ‘দ্য ডার্টি পিকচার’-এর পরিচালক মিলন লুথরিয়া তাঁর পরবর্তী ছবি ‘বাদশাহ’-য় নায়িকা হিসাবে বেছে নিলেন শ্রুতি হাসনকে।
চলচ্চিত্রটির নায়ক হিসেবে থাকছেন মিলনের ফেভারিট অজয় দেবগন। ফলে শাহরুখের পর অজয় হতে চলেছেন বলিউডের আরেক বাদশাহ। তাছাড়া অজয়ের সঙ্গে শ্রুতির এটাই প্রথম ছবি। রজত অরোরার কাহিনি নিয়ে তৈরি ‘বাদশাহ’-র বাকি কাস্টিং এখনও চলছে। ছবিতে থাকছেন আরও এক নারী-চরিত্র। তবে তাতে কে অভিনয় করবেন তা এখনও পর্যন্ত ঠিক হয়নি। সবকিছু ঠিক ঠাক থাকলে ২০১৬তে মুক্তি পেতে পারে ‘বাদশাহ’।
মন্তব্য চালু নেই