এবারও ‘পিপলস চয়েস অ্যাওয়ার্ড’ প্রিয়াঙ্কার

মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়ের জন্য গত বছর দক্ষিণ এশিয়ার প্রথম অভিনেত্রী হিসেবে ‘পিপলস চয়েস অ্যাওয়ার্ড’ জিতেন ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এ বছরও এই পুরস্কারটির জন্য সেরা অভিনেত্রী হিসেবে প্রিয়াঙ্কার নাম ঘোষণা করা হয়েছে।

‘পিপলস চয়েস অ্যাওয়ার্ড ২০১৭’র জন্য প্রিয়াঙ্কার সঙ্গে মনোনয়ন পেয়েছিলেন ইলেন পোম্পেও, কেরি ওয়াশিংটন, তারাজি পি. হেনসন, ভায়োলা দাবিসের মতো জনপ্রিয় টিভি অভিনেত্রীরা। কিন্তু সবাইকে পেছনে ফেলে পরপর দুই বার ‘পিপলস চয়েস অ্যাওয়ার্ড’ জেতার রেকর্ড গড়লেন প্রিয়াঙ্কা।

শুধু পুরস্কার মঞ্চই নয়, পিপলস চয়েস অ্যাওয়ার্ডের ৪৩ তম আসরের রেড কার্পেটেও সরব ছিলেন প্রিয়াঙ্কা। এদিন তার পরা পিচ কালারের পোশাকটি নজর কেড়েছে সবার।



মন্তব্য চালু নেই