এপ্রিলেই ফিরছেন রেসি

আড়াই বছর ধরে স্বামী, সংসার আর সন্তান এই তিন ‘স’ নিয়েই চিত্রনায়িকা রেসির যত ব্যস্ততা। তবে গেল বছর হঠাৎ করেই জানান দিয়েছিলেন আবারো চলচ্চিত্রে ফিরছেন তিনি। কিন্তু ব্যাটে বলে মিলেনি। তাই জাকির হোসেন রাজুর ‘অনেক দামে কেনা’ ছবিতে ডিপজলের সঙ্গে জুটি বাঁধা হয়নি রেসির। তবে এবার আর ডিপজল নয়, চিত্রনায়ক ওমর সানির সঙ্গে এপ্রিলেই চলচ্চিত্রের ক্যামেরার সামনে দাঁড়াতে যাচ্ছেন তিনি।

আগামী ২০ এপ্রিল থেকে মুশফিকুর রহমান গুলজারের পরিচালনায় সরকারি অনুদান প্রাপ্ত ছবি ‘লাল সবুজের সুর’ এর চিত্রধারণের কাজ শুরু হচ্ছে। মুক্তিযুদ্ধভিত্তিক ছবিটির কাহিনী লিখেছেন ফরিদুর রেজা সাগর। ছবিতে ওমর সানির স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন রেসি। একজন কিশোর মুক্তিযোদ্ধার গল্প নিয়ে গড়ে উঠা এই ছবিতে ওমর সানিকেও মুক্তিযোদ্ধার চরিত্রে দেখা যাবে।

রেসির চরিত্র প্রসঙ্গে পরিচালক বলেন, ‘ছবিতে রেসির স্বামী ওমর সানি একজন মুক্তিযোদ্ধা। যুদ্ধ শুরু হলে স্ত্রীকে ফেলে রেখেই তিনি যুদ্ধে চলে যান। এদিকে এই ঘটনা জানার পর স্থানীয় রাজাকারদের সহযোগীতায় রেসিকে নির্যাতন শুরু করে পাকিস্তানী সেনাবাহিনী।’

ছবিতে নিজের চরিত্র সর্ম্পকে রেসি বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকেই দেশাত্মবোধক কিংবা মুক্তিযুদ্ধের ছবিতে অভিনয়ের ইচ্ছা ছিলো। এবার সেই ইচ্ছা পূরণ হতে চলেছে। তাই এটা আমার জন্যে একটা চ্যালেঞ্জ।’

রেসি আরো বলেন, ‘আমার সন্তানটি এখনও অনেক ছোট। তাই সময় ও সুযোগ বুঝে কাজ করতে চাই। পরিচালকের সঙ্গে কথা বলে আমার সুবিধা জনক সময়ে সিডিউল দিয়েছি। আশা করছি এখন থেকে আবারো কাজ করব।’

উল্লেখ্য, ২০০৪ সালে বুলবুল জিলানী পরিচালিত ‘নীল আঁচল’ ছবির মাধ্যমে রেসির চলচ্চিত্র ক্যারিয়ারের যাত্রা। বিরতির আগ পর্যন্ত প্রায় ২৫টি ছবিতে অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে ‘এক জবান’, ‘অবুঝ শিশু’, ‘চেহারা’ ‘আমার স্বপ্ন আমার অহংকার’। সর্বশেষ ২০১২ সালে ‘স্বামী ভাগ্য’ ছবিতে রেসিকে দেখা যায়।



মন্তব্য চালু নেই