এন এইচ ১০ ছবিতে অনেক বেশি খোলামেলা আনুশকা

বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা বর্তমানে অপেক্ষায় আছেন পিকে ছবিটি মুক্তির। এ ছবিতে আমির খানের বিপরীতে দেখা যাবে তাকে। ছবিটি মুক্তির আগেই ব্যাপক আলোচনা-সমালোচনা ও বিতর্কের মুখে পড়েছে। তবে এগুলো ছবির ব্যবসায়িক সফলতায় আরও ভাল ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। ছবিটি আসছে ডিসেম্বরে বড়দিনে মুক্তি দেয়ার কথা রয়েছে। আমির অভিনীত বড়দিনে মুক্তি পাওয়া প্রতিটি ছবিই ব্যবসা সফলতায় রেকর্ড গড়েছে। তাই আনুশকা ছবিটি নিয়ে দারুণ আশাবাদী।loveleen_kaur_127220_0

এদিকে পিকে মুক্তির অপেক্ষায় থাকলেও আরও বেশ কিছু ছবির কাজ নিয়ে এখন ব্যস্ত এ অভিনেত্রী। এর মধ্যে সম্প্রতি একটি ছবির মাধ্যমে ব্যাপক আলোচনায় এসেছেন তিনি। ছবির নাম এন এইচ ১০। পরিচালনা করছেন নবদ্বীপ সিং। এখানে আনুশকা অভিনয় করছেন তরুণ অভিনেতা নীল ভূপালামের বিপরীতে। পুরো ছবিটিতেই খোলামেলা আনুশকাকে পাবেন দর্শকরা। তবে নতুন খবর হলো, ছবির একটি গানে নবদ্বীপের সঙ্গে বিছানার রগরগে দৃশ্যে ক্যামেরাবন্দি হয়েছেন এ অভিনেত্রী। এই গানে শুধুমাত্র গায়ে একটি ছোট চাদর জড়িয়ে নবanushka_sharma_hot_bikini_photo_327522_0দ্বীপের সঙ্গে চুমো ও ঘনিষ্ঠ দৃশ্যে কাজ করেছেন তিনি। গানটি সম্প্রতি মুম্বইতে গোপনে ধারণ করার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত গোপন থাকেনি। আনুশকার এই সেক্সসিম্বল উপস্থাপনা নিয়ে সংবাদও প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম। ধারণা করা হচ্ছে, শুটিং স্পট থেকেই এ বিষয়টি মিডিয়াকে জানিয়েছেন কেউ। প্রচারণার জন্যও এমনটা হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন পরিচালক। এ বিষয়ে অবশ্য এখনও আনুশকার কোন বক্তব্য পাওয়া যায়নি।



মন্তব্য চালু নেই