এনামুলের ব্যাটে লিড নিল বাংলাদেশ
রঞ্জি ট্রফির চ্যাম্পিয়ন কর্নাটকের বিপক্ষে তিনদিনের ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ‘এ’ দল। বাংলাদেশ প্রথমে ব্যাট করে ১৫৮ রানেই অলআউট হয়ে যায়। জবাবে কর্নাটক তাদের প্রথম ইনিংসে সংগ্রহ করে ২৮৭ রান। ১২৯ রানে পিছিয়ে থেকে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৪৩ রান। বাংলাদেশ ১৪ রানে লিড নিয়েছে।
ব্যাট করছেন লিটন দাস (১৫) ও সৌম্য সরকার (২)।
আউট হয়ে ফিরে গেছেন রনি তালুকদার (১৫), অধিনায়ক মুমিনুল হক (২২) ও এনামুল হক বিজয় (৮৯)। বিজয়ের ৮৯ রানের ইনিংসে ৫টি ছক্কা ও ৮টি চারের মার ছিল।
মন্তব্য চালু নেই