এনডিএফ থেকে পদত্যাগ করেছে বিআইপি চেয়ারম্যান শহিদ চৌধুরী

১০ দলীয় জোট এনডিএফ থেকে পদত্যাগ করেছেন বিআইপি চেয়ারম্যান শহিদ চৌধুরী। বৃহস্পতিবার সকালে বীরউত্তম খাজা নিজামুদ্দিন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষনা দেন। এনডিএফ চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলুর স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি এবং অগনতান্ত্রিক কার্যকলাপের প্রতিবাদে তিনি পদত্যাগ করেছেন বলে জানান। এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল লেবার পার্টি-এনএলপি চেয়ারম্যান আবদুল্লাহ জিয়াসহ অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ।

এ সময় লিখিত বক্তব্যে ইনসাফ পার্টি চেয়ারম্যান শহিদ চৌধুরী এনডিএফ চেয়ারম্যান এর দূর্নীতি ও স্বজনপ্রীতিসহ ১৩টি অনিয়ম ও স্বেচ্ছাচারিতার কারণ দর্শিয়ে বলেন, এনডিএফ এর কোন আদর্শ নেই। তাই একে একে এনডিএফ’র শরিক দলগুলো জোট থেকে বেরিয়ে আসবে আসার সিদ্ধান্ত নিয়েছে এবং আমার দলের পদত্যাগের পর বাকী দলগুলোও পদত্যাগ করবে।। পতন্মুখ জোটে থেকে নিজ ও নিজ দলের ইজ্জত আর হারাতে চাই না বলেই পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।



মন্তব্য চালু নেই