এতো স্থানীয় সরকার ভালো নয় : সৈয়দ আশরাফ

জেলা পরিষদ বিলুপ্ত করার বিষয়টি বিবেচনার দাবি রাখে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

তিনি বলেন, ‘এত স্থানীয় সরকার ভালো নয়, যত কম স্থানীয় সরকার থাকে ততই ভালো। জেলা পরিষদ নির্বাচনের এখনো কোন পরিকল্পনা নেই। জেলা পরিষদের প্রয়োজন আছে কিনা সেটাই বিবেচনার বিষয়। বিষয়টি আগে ভাবতে হবে।’

বুধবার জেলা প্রশাসক সম্মেলেনের ২য় দিনে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় বিষয়ক অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘জেলা পরিষদের কি পরিমাণ ক্ষমতা থাকতে হবে তা নির্ধারণ করতে হবে। একটা নির্বাচিত ৩য় শ্রেণীর পৌরসভার চেয়েও কম বরাদ্দ দেয়া হয় জেলা পরিষদকে।

ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের বরখাস্ত করার ক্ষমতা বিভাগীয় কমিশনারকে দেয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ইউনিয়ন পরিষদের সদস্যরা নির্বাচিত। তারা বলেছেন আমরা নির্বাচিত আমাদের শাস্তি যিনি দিবেন তাকেও নির্বাচিত হতে হবে। বর্তমান বিধানে তাদের বরখাস্ত স্থানীয় সরকার মন্ত্রীই করে থাকেন। কাজেই আইনে যা আছে তাই হবে।’

তিনি বলেন, ‘এ বৈঠকে স্থানীয় সরকার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এই মন্ত্রণালয় একটি সেক্সি মন্ত্রণালয়। এর সঙ্গে ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা প্রতিটি পর্যায় জড়িত। এর গুরুত্ব অনেক বেশী।’

মন্ত্রী জানান অধিবেশনে জেলা প্রশাসকরা ২৭টি দাবি উত্থাপন করেছেন। এগুলো বিবেচনা করবো এবং পর্যায়ক্রমে বাস্তবায়ন করবো।



মন্তব্য চালু নেই