এটি কি ইএসপিএন ক্রিকইনফোর ইচ্ছাকৃত ভুল?

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনের প্রথম ম্যাচেই হেরেছে ভারত। নিজেদের মাটিতে নিউজিল্যান্ডের কাছে তারা ৪৭ রানের বড় ব্যবধানে হেরেছে। অথচ অবাক করার মতো বিষয় হচ্ছে, সেই দেশটিরই খুবই জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ‘ইএসপিএন ক্রিকইনফোতে’ খবরটি প্রকাশ করেছে উল্টো।

হেরেছে ভারত, অথচ ওয়েবসাইটে লেখা, ভারত ৪৭ রানে জিতেছে! এখন প্রশ্ন উঠেছে এটি কি ভুল, নাকি ইচ্ছাকৃত ভুল।

তাই জোরালো প্রশ্ন উঠেছে, তাদের কি বিশ্বাসই হচ্ছে না, ভারত হারতে পারে? তাই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। তাতে বেশিরভাগের মানুষই মত দিয়েছেন, এটি ইএসপিএন ক্রিকইনফোর ইচ্ছাকৃত ভুল।

সদ্য এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত এই ম্যাচে টসে হেরে ফিল্ডিংয়ে নামে। প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড তাদের সামনে লক্ষ্য দেয় ১২৭ রানে।

অবাক করার মতো ব্যাপার হচ্ছে, নাগপুরে এত অল্প রান টপাকাতেই রীতিমতো ব্যাটিং বিপর্যয়ে পড়ে মহেন্দ্র সিং ধোনির দল। মাত্র ৭৯ রানে অল আউট হয়ে যায় স্বাগতিকরা।

অথচ সেই দেশটির খুবই জনপ্রিয় ওয়েবসাইট প্রকাশ করল উল্টো খবর। যে খবরটি দেখে অনেকেই বিস্ময় প্রকশ করেছেন। করেছেন সমালোচনাও।



মন্তব্য চালু নেই