এটিএম বুথে শরীরী প্রেমে প্রনয়ী যুগল!

দেশে দেশে এটিএম বুথ বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। বেশ কিছু দিন ধরে এই এটিএম বুথে আস্তানা খুঁজে নিয়েছে প্রেমিক-প্রেমিকারাও। অরক্ষিত এটিএম তো বটেই, বহু সময়ে নিরাপত্তাকর্মীকে টাকার বিনিময়ে সরিয়ে দিয়ে ঘুপচি ঘরে শরীরী প্রেমে মেতে উঠছেন প্রণয়ী যুগল।এমনকি, টাকা পেলে রক্ষীরা যেচে কিয়স্কের দরজার সামনে পাহারা দিতেও বসে থাকছেন বলে অভিযোগ। অন্য গ্রাহক সেই সময় এটিএম ব্যবহার করতে এলে তাঁদের ঠেকিয়ে রাখাই সেই সময়ে পাহারাদারের প্রধান কাজ হয়ে দাঁড়াচ্ছে। রক্ষীকে সরাতে পারলেও প্রেমিকদের অজান্তে দিব্যি খোলা থেকে যাচ্ছে এটিএম-এ বসানো সিসিটিভি ক্যামেরার চোখ। আর তাতেই ধরা পড়েছে এটিএম যন্ত্রকে সাক্ষী রেখে অবাধ যৌনতার ফুটেজ। তবু তা সত্বেও কোনও কঠোর পদক্ষেপ করেনি পুলিশ।প্রসঙ্গত, নিরাপত্তা কর্মীর অনুপস্থিতির কারণে গত বছর বেঙ্গালুরুর এটিএম কিয়স্কে ঘটে গিয়েছে হত্যার চেষ্টাও। সাত-সকালে নির্জন এটিএম কিয়স্কে পেশায় ব্যাঙ্ক ম্যানেজার এক মহিলার উপর ঝাঁপিয়ে পড়ে সশস্ত্র দুষ্কৃতী। বন্দুক দেখিয়ে তাঁকে ভয় দেখিয়ে, মাথায় কুঠারের আঘাত করে টাকার ব্যাগ ও সেলফোন নিয়ে পালিয়ে যায় আততায়ী।

আঘাতের জেরে কিয়স্কের ভিতর বেহুঁশ হয়ে টানা ৩ ঘণ্টা পড়ে থাকেন ওই মহিলা। পরে স্কুল যাওয়ার সময় এটিএম থেকে রক্তের ধারা গড়িয়ে বেরোতে দেখে পুলিশকে জানায় দুই শিশু।

আহত মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এটিএম কিয়স্কে এহেন নানাবিধ বিপত্তি বেড়ে চললেও কার্যত তেমন কোনও পদক্ষেপ করতে দেখা যায়নি পুলিশ প্রশাসনকে। ফলে নির্জন কিয়স্কে গ্রাহকদের নিরাপত্তা ঘিরে প্রশ্ন থেকেই যাচ্ছে।



মন্তব্য চালু নেই