এটিএম কার্ডের পিন কেন চার সংখ্যার হয়?

আজকাল কেউই নিজের সাথে নগদ টাকা বহন করতে চান না, এটিএম কার্ডই তাদের ভরসা। ব্যাংকে অ্যাকাউন্ট খোলার পর এটিএম কার্ড নিয়ে নেন গ্রাহক। আর ওই কার্ড ব্যবহার করার জন্য চার ডিজিটের একটি পিন নম্বর দেওয়া হয়। এটিএম বুথ থেকে টাকা তোলার ক্ষেত্রে সেটা ব্যবহার করা হয়। কিন্তু এটিএম কার্ডে চার ডিজিটের পিন নম্বর কেন থাকে তা কি জানেন? কেন ওই নম্বর ৬ ডিজিট বা ৮ ডিজিটের হয় না! জন অ্যাড্রিয়ান শেপার্ড-ব্যারন এটিএম মেশিন আবিষ্কার করার পর ১৯৬৭ সাল থেকে এর ব্যবহার শুরু হয়। মেশিন আবিষ্কারের সময় ব্যারন এটিএম কার্ডের পিন নম্বর ৬ সংখ্যার রেখেছিলেন। কিন্তু তাঁর স্ত্রী ক্যারোলাইন কার্ডের পিনের ছ’টি সংখ্যা কোনোভাবেই মনে রাখতে পারছিলেন না। তিনি কেবল ৪টা সংখ্যাই মনে রাখতে পারছিলেন। তখন ব্যারন সিদ্ধান্ত নেন, পিন নম্বর ৪ সংখ্যার বেশি হবে না। তখন থেকেই শুরু এটিএম কার্ডের পিন নম্বর চার সংখ্যার হওয়ার। যদিও সম্প্রতি কিছু ব্যাঙ্ক নিরাপত্তার খাতিরে ৬ সংখ্যার পিন ব্যবহার করছে এটিএম কার্ডে।



মন্তব্য চালু নেই