‘এটা আমেরিকা, হিজাব খোলো’

‘‌এটা আমেরিকা। খোলো!‌’‌, বলে এক টান মেরে তিনি খুলে দিলেন সহযাত্রীর হিজাব। ডিসেম্বরে নর্থ ক্যারোলাইনা থেকে নিউ মেক্সিকো যাচ্ছিলেন এক মুসলিম মহিলা। নিউ মেক্সিকোতে বিমান অবতরণের পর তিনি নামতে যাবেন, আচমকা পেছন থেকে এক ব্যক্তি এসে তাকে ধমক দিয়ে মাথার হিজাব টেনে খুলে দেন।

ঘাবড়ে গিয়ে তিনি হিজাবটি আবার পরে নেন। তাতে ক্ষেপে গিয়ে ওই ব্যক্তি চেঁচিয়ে বলেন, আমেরিকায় এ’সব পরা চলবে না। পায়েন নামে ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের হয়। সম্প্রতি মামলার শুনানিতে তিনি দোষ স্বীকারও করে নিয়েছেন।

মার্কিনি আইন অনুযায়ী তার জরিমানা কিংবা ২ মাস গৃহবন্দি থাকার শাস্তি হতে পারে। বৈষম্যমূলক আচরণের জন্য মার্কিন বিমানবন্দরের দুর্নাম বরাবরই বিশ্বজোড়া। তবে গত কয়েকবছরে তা যেন ছোঁয়াচে রোগের মতো ছড়িয়ে পড়েছে। রিপাবলিকান দলের‌ মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের খোলাখুলি মুসলিম-‌বিরোধী প্রচার এর জন্য অনেকটাই দায়ী বলে মত বিশেষজ্ঞদের।



মন্তব্য চালু নেই