এখন রংধনু আই ভ্রু

ইন্টারনেট দুনিয়ার এ যুগে একটা ফ্যাশন এসে শেষ না হতেই যেন শুরু হয়ে যাচ্ছে আরেকটি ফ্যাশনের। দ্রুত গতিতে ফ্যাশনে পরিবর্তন আসছে। ফ্যাশনে শুধু পোশাকই নয়, সাঁজের পরিবর্তনও লক্ষণীয়। কখনও চোখ, কখনও ঠোঁট, কখনও বা আবার হাতের সাঁজ। সাঁজের কোনো শুরু বা শেষ নেই। এবার সেই সাঁজে যুক্ত হল রংধনুর আই-ভ্রূ।

মূলত এতকাল পর্যন্ত ভ্রূ-প্লাক করা পর্যন্তই এর সাজসজ্জা শেষ বলে গণ্য হত। কিন্তু এখন শুরু হয়েছে, অনেক রংয়ের ভ্রূর ব্যবহার।

যেভাবে শুরু হয়েছে:

হঠাৎ করেই এই ফ্যাশন ট্রেন্ডের উৎপত্তি। তবে এখন এর জনপ্রিয়তা শুরু হয়ে গেছে। বিভিন্ন কসমেটিকস ব্র্যান্ড আই-ভ্রূর জন্য নতুন গাড় শেড ও ব্রাশ তৈরি করছেন। রংধনুর সাত রং- আ-স-হ-বে-নী-ক-লা আসমানি, সবুজ, হলুদ, বেগুনী, নীল, কমলা ও লালকে তারা বেশি প্রাধান্য দিচ্ছেন।

যেভাবে করবেন-

প্রথমে পরিষ্কার পানিতে মুখ ধুয়ে ভালো করে মুছে নিন। তারপর আই-ভ্রূ আঁচড়িয়ে নিন। এবার রং করুন। গাড় রং দিয়ে বেশি সুন্দর ফুটে তুলুন আই-ভ্রূ রংধনু।–সূত্র: টাইম্‌স অফ ইন্ডিয়া।



মন্তব্য চালু নেই