এখনও সক্রিয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বোমা! প্রাণ বাঁচল ৭৫০০০ বাসিন্দার
১৯৩৯ থেকে ১৯৪৫— বিশ্বের তিরিশটিরও বেশি দেশ একযোগে যুদ্ধে নেমেছিল, দ্বিতীয় বার। এবং সেবারই পৃথিবী প্রথমবার দেখেছিল পরমাণু বোমার কালো ধোঁয়া।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে বাদ পড়েনি নীল জলে পরিবেষ্টিত সুন্দরী গ্রিসও। সেদেশের উপরে প্রথম হামলা চালায় ইতালি, ১৯৪০ সালে। কিন্তু, সে সব দিন কেটে গেলেও, যুদ্ধের ‘রেশ’ আরও একবার উঁকি দিয়েছে সম্প্রতি।
রবিবার, গ্রিসের দ্বিতীয় বৃহৎ শহর থেসালোনিকি-র প্রায় ৭৫০০০ বাসিন্দাকে সরিয়ে নিয়ে যাওয়া হয় অন্য জায়গায়। কারণ জানলে খুব স্বভাবতই ভয় পেয়ে যাবেন সকলে। গত সপ্তাহেই শহরের একটি গ্যাস স্টেশনের তলার অংশে খোঁড়াখুঁড়ির সময়ে হঠাৎই একটি বোমা উদ্ধার হয়। প্রায় ২৫০ কিলোগ্রাম ওজনের বোমাটির বেশিরভাগই বিস্ফোরক পদার্থ বলে জানা গেছে। মনে করা হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে মিত্রশক্তি এই বোমাটি ফেলেছিল গ্রিসের উপর, ১৯৪৩-৪৪ সাল নাগাদ।
প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় বোমাটি নিষ্ক্রিয় করতে সমর্থ হয় গ্রিসের সেনা। জনসাধারণের সুরক্ষার জন্যই, গ্যাস স্টেশনের প্রায় দু’কিলোমিটার পর্যন্ত এলাকা সম্পূর্ণ খালি করার সিদ্ধান্ত নেয় প্রশাসন।
মন্তব্য চালু নেই