এখনও বহাল তবিয়তে ঘাটাইল পুলিশ

গত শুক্রবার টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার হামিদপুর বাজারে ছেলের সামনে মাকে বিবস্ত্র করার প্রতিবাদ করতে গেলে বিক্ষোভ মিছিলের উপর প্রথম লাঠি চার্জ করে অফিসার্স ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান, এস আই মুনসুপ,কনষ্টেবল লিয়াকতও হারুনর রশিদ প্রত্যাহার করে নিলেও থানার সেকেন্ড অফিসার মো ওমর ফারুক কে প্রত্যাহার না করে এখনও বহাল তবিয়তে তার স্থানে আছেন ।

ঘাটাইল উপজেলার হামিদপুর বাজারের নাম প্রকাশ না করার শর্তে এক ব্যবসায়ী জানান সে দিন যদি প্রতিবাদী জনগণকে প্রতিবাদ করতে দিত আর পুলিশ বিক্ষোভ মিছিলে নিরীহ জনগণের উপর লাঠি চার্জ না করতো তাহলে এত তাজা প্রাণ ঝরে যেত না।

উল্লেখ্য বিচারের নামে ছেলের সামনে মাকে বিবস্ত্র করার প্রতিবাদ করতে গেলে পুলিশের গুলিতে কালিহাতি উপজেলায় ও ঘাটাইল উপজেলায় চারজন মারা যায়।



মন্তব্য চালু নেই