এক ম্যাচ নিষিদ্ধ হলেন মরিনহো

দিন তিনেক আগে বার্নলির সঙ্গে গোলশূন্য ড্র করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ওই ম্যাচে বারবার রেফারিকে উদ্দেশ্য করে অপমানজনক কথা বলছিলেন হোসে মরিনহো। যা ফুটবলীয় আচরণের পরিপন্থী। তাই ম্যানইউ কোচকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

পাশপাশি দুটি ভিন্ন অপরাধের জন্য মরিনহোকে ৫৮ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে। এক. ম্যাচ চলাকালে তার আচরণের জন্য ৮ হাজার পাউন্ড জরিমানা দিতে হচ্ছে তাকে। দুই. গত মাসে রেফারি অ্যান্টনি টেলরকে নিয়ে অনুপযুক্ত মন্তব্য করায় ৫০ হাজার পাউন্ড গুণতে হচ্ছে মরিনহোকে।

আগামী রোববার সোয়ানসি সিটির বিপক্ষে ইউনাইটেডের ডাগআউটে থাকতে পারবেন না মরিনহো। ধুকতে থাকা ম্যানইউর জন্য এটা বড় দুঃসংবাদই বটে। আজ বৃহস্পতিবার উয়েফা ইউরোর ম্যাচের ফেনারবেচের মুখোমুখি হবে মরিনহোর দল।



মন্তব্য চালু নেই