এক ম্যাচে ৭ বাংলাদেশি ব্যাটসম্যান মিলে করলেন ৭ রান, অতঃপর একি হলো…
টি-টোয়েন্টি ম্যাচে ভারতের বিপক্ষে লড়াইয়ে নামে বাংলাদেশ। এশিয়াকাপ টি-টোয়েন্টিতে দুই দেশের নারী ক্রিকেট দলের লড়াই এটি। বোলিং সেসনে খারাপ করেনি বাংলাদেশ।
১১৮ রানে ভারতকে বেঁধে ফেলে বাংলাদেশ। কিন্তু এই ম্যাচেও জয় পাওয়া হয়নি দেশের নারী ক্রিকেট দলের। ম্যাচের আজব চিত্র হলো সাতজন বাংলাদেশী ব্যাটসম্যানই ১ রান করে আউট হয়েছেন।
৭ বাংলাদেশি ব্যাটসম্যান মিলে করলেন ৭ রান। বাকি ৪ জনে আর কি করবে? এশিয়াকাপ টি-টোয়েন্টি আসরের প্রথম ম্যাচে এমন বাজে সূচনা করে বাংলাদেশ। এই ম্যাচে ৬৪ রানে হারে বাংলাদেশ দল।
দুই ইনিংস মিলিয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রান ভারতের এম রাজের। ভারতের এ ওপেনার ৪৯ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১৮ রান করেন শায়লা শারমিন।
মন্তব্য চালু নেই